এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ : জিপিএ-৫ লক্ষাধিক

আলোকিত প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

এবার এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ দুই হাজার ৮৪৫ জন।

রবিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী জানান, আটটি শিক্ষা বোর্ডে হাসের হার ৭৯.৪০ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন।

মাদ্রাসায় পাসের হার ৭০.৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৭১ জন।

কারিগরিতে পাসের হার ৭১.৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪১৩ জন।

এসএসসিতে মেয়েরা ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি পাস করেছে বলেও জানান মন্ত্রী।

গত বছর পাসের হার ছিল ৮০.৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ চার হাজার ৭৬১ জন।

এবার পাসের হার ২.৫৮ শতাংশ কমলেও জিপিএ-৫ বেশি পেয়েছে পাঁচ হাজার ৮৬৮ জন।

আরও খবর