গাজীপুরে কাউন্সিলর ও আ.লীগ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আলোকিত প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জিএমপির কাশিমপুর থানায় কেইসি কারখানার ম্যানেজার মো. ইমতিয়াজ বাদী হয়ে বুধবার মামলাটি করেন।

মামলায় কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আবদুল গণি ও আবুল কাশেমকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের কাছে দুই বছর ধরে চাঁদা দাবি করে আসছিলেন। ঈদ উপলক্ষে তারা পাঁচ লাখ টাকা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করায় কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা গত ৩ ও ৪ মে ইপিজেড সড়ক অবরোধ করেন।

এ ব্যাপারে কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ওই মামলা করা হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-এ খোদা জানান, আসামি আছিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর