সাড়ে ৫ হাজার বয়লারের জন্য পরিদর্শক মাত্র ৫ জন!
আলোকিত প্রতিবেদক : বয়লার বিস্ফোরণে গত সাড়ে পাঁচ বছরে ৬৯ জন নিহত হয়েছেন।
তবে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো বিচার হয়নি।
গত সোমবার গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ার মাল্টিফ্যাবস কারখানায় বিস্ফোরণে নিহত হন ১৩ জন।
কারখানার বয়লারগুলো নিয়মিত দেখভালের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় রয়েছে।
কিন্তু সাড়ে পাঁচ হাজার বয়লার পরিদর্শনের জন্য পরিদর্শক আছেন মাত্র পাঁচজন। আইনে জরিমানার বিধানও কম।
জনবল সংকটের কারণেই বয়লারগুলো নিয়মিত দেখভাল করা যাচ্ছে না বলে প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান সাংবাদিকদের জানান।
পোশাক শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কেমিক্যাল কারখানা, চালকল ও ট্যানারিতে বয়লার ব্যবহার হয়ে থাকে।
২২ দশমিক ৭৬ লিটারের বেশি ক্ষমতার বয়লার হলেই নিবন্ধন বাধ্যতামূলক।
অদক্ষতা ও সতর্কতার অভাবে অনুমোদনের চেয়ে বেশি মাত্রার চাপে বয়লার পরিচালনায় বিস্ফোরণের ঘটনা বেশি ঘটছে বলে সংশ্লিষ্টরা জানান।