বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা
আলোকিত প্রতিবেদক : বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
একই সাথে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়েছে।
তবে উপদেষ্টা পরিষদে কতজন থাকবেন, তা নির্ধারণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি ঘোষণা করেন।
বিএনপির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট ৫৯৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।
ছাত্র ও যুববিষয়ক তিনটি পদে কারও নাম ঘোষণা করা হয়নি।
স্থায়ী কমিটির সদস্য ১৭ জন, চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন ও সাতজন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাহী কমিটির সম্পাদক বা কর্মকর্তা ২০৯ জন। আর সদস্য সংখ্যা ২৯৩ জন।
এর মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে নতুন সদস্য করা হয়েছে। বাকি দুজনের নাম পরে ঘোষণা করা হবে।