ই-অরেঞ্জের প্রতারণা : ভারতে গ্রেফতার পুলিশ কর্মকর্তা সোহেল রানা বরখাস্ত

আলোকিত প্রতিবেদক : ভারতে গ্রেফতার হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার শিকার তাহেরুল ইসলাম বাদী হয়ে ৩৭ জনের উপস্থিতিতে আদালতে একটি মামলা করেন।

মামলায় ই-অরেঞ্জের পরিচালক সোহেল রানাকেও আসামি করা হয়।

পরে গত ৪ সেপ্টেম্বর তিনি ভারতে পালিয়ে গেলে বিএসএফ তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে। তিনি এখন পুলিশ রিমান্ডে আছেন।

গ্রাহকদের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের ওই মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই সোনিয়া হলেন সোহেল রানার বোন। মামলায় তার চতুর্থ স্ত্রী নাজনীন নাহারকেও আসামি করা হয়েছে।

আরও খবর