মুনিয়াকে ধর্ষণ ও হত্যা : বসুন্ধরার এমডিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আলোকিত প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি দামি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলাটি করেন।

বিচারক মাফরোজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

আদালতের বিশেষ পিপি রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীর, তার মা আফরোজা সোবহান, স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপন।

বাদীর আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, আনভীর বিয়ের প্রলোভন দেখিয়ে মুনিয়ার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। পরে তাকে বিয়ে না করে হত্যা করা হয়। এতে আনভীরের বাবা-মাসহ অন্যরা সহযোগিতা করেন।

মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের উজির দীঘিরপাড়ে।

এর আগে মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পান আনভীর।

আরও খবর