গাজীপুরে ‘নোংরা’ রসের মিষ্টি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে রসের মিষ্টির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নগরীর চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকার কারখানাটিতে রবিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ক্ষতিকর ক্যামিকেল মিশিয়ে ঘি তৈরির দায়ে চার লাখ টাকা জরিমানা ও কারখানা বন্ধ করে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে রসের মিষ্টির দোকান রয়েছে। মালিক টেকনগপাড়ার একটি গোডাউন ভাড়া নিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিলেন।
সেখানকার পরিবেশ অস্বাস্থ্যকর ও মিষ্টি তৈরির গাদে মশা-মাছি পড়েছিল। এসব খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।