কাপাসিয়ার রায়েদ থেকে ‘কয়লা হাজারীর বিদায়’

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া থেকে জয়নাল হাজারীর কয়লা কারখানা সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলার রায়েদ শেখপাড়া এলাকার কামাল শেখের আধা বিঘা জমি ভাড়া নিয়ে পরিবেশ দূষণকারী কারখানাটি গড়ে উঠেছিল।

বিষয়টির ওপর গত ৩ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে ‘কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতকে কয়লা হাজারীর বৃদ্ধাঙ্গুলি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে তোলপাড়। পরে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে কারখানা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

সোমবার কারখানাস্থলে গিয়ে দেখা যায়, চুল্লি ভাঙা হচ্ছে। শ্রমিকরা লাকড়ি ট্রাকে তুলছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা অবৈধ কারখানাটিতে অভিযান পরিচালনা করে চুল্লি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

পাশাপাশি কাঠ ও ইট নিলামে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।

পরে কারখানার মালিক শ্রীপুরের জৈনাবাজার এলাকার জয়নাল হাজারী কৌশলে মালামাল কিনে নিয়ে আবারও উৎপাদন শুরু করেন।

বড় বড় চারটি চুল্লিতে দিন-রাত কাঁচা লাকড়ি পোড়ানোর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়ে।

আরও পড়ুন : কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতকে ‘কয়লা হাজারীর’ বৃদ্ধাঙ্গুলি! (ভিডিও)

আরও খবর