শ্রীপুরে ১০৪ নারী ক্রিকেটার বিনামূল্যে পেল ক্রিকেট উপকরণ

সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০৪ নারী ক্রিকেটারের মাঝে বিনামূল্যে ক্রিকেট উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শিশু পল্লী প্লাস ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়গুলো হল টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, আনসার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়, তেলিহাটি উচ্চ বিদ্যালয়, কবি নজরুল উচ্চ বিদ্যালয়, মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শিশু পল্লী প্লাস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির ম্যানেজার (অপারেশনস) মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার।

এ সময় শিশু পল্লী প্লাসের রেসিডেন্সিয়াল আর্টিস্ট মিলন রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসলাম হোসাইন, আসমা ফেরদৌস লিপি, আল ইমরান, কো-অর্ডিনেটর মামুনুর রশীদ, প্রধান শিক্ষক জসীম উদ্দিন, সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ।

উপকরণ পেয়ে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমেনা খাতুন জানায়, সে তিন বছর আগে থেকে ক্রিকেট টিমের সাথে যুক্ত আছে। ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে চায়।

অপর ছাত্রী নাহিদা জানায়, সে একাধিকবার ইউনিয়নভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পূর্ণাঙ্গ সেট পাওয়ায় অন্যদের মত নিজেও উৎসাহিত।

শিশু পল্লী প্লাসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসলাম হোসাইন জানান, সংস্থাটি প্রথমে এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে নারী ক্রিকেটের কার্যক্রম শুরু করে। এবার ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে দুটি করে ব্যাট, জার্সি, বল ও হেলমেটসহ নয় ধরনের উপকরণ দেওয়া হয়েছে।

আরও খবর