গাজীপুরের ডগরীতে ৫ অবৈধ স’মিল উচ্ছেদ

সাইফুল ইসলাম : গাজীপুরে পাঁচটি অবৈধ স’মিল উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় সদর উপজেলার পূর্ব ডগরী এলাকার পাঁচটি অবৈধ স’মিল উচ্ছেদ ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত স’মিল মালিকরা হলেন শহিদুল, সজল, শাহীনুর, আমিনুল হক ও আনোয়ার হোসেন মন্ডল।

অভিযানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইমলাম, বিকেবাড়ি বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা রেজাউল করিম, বাউপাড়া বিট কর্মকর্তা আজাদুল কবির, বারইপাড়া বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ।

মোস্তাফিজুর রহমান আলোকিত নিউজকে জানান, অবৈধ স’মিলগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর