গাজীপুরে পুলিশের সোর্স সাগর হত্যায় ৪ সন্ত্রাসী গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পুলিশের সোর্স সাগর হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাহাদুরপুর ও ভাওরাইদ এলাকার লিটন (২৩), শাহীন (২২), শরিফুল (৩৮) এবং আরমান (১৯)।
র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বাহাদুরপুরের বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরানীখলা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে সাগর (১৮) গত ১৬ অক্টোবর নিখোঁজ হন।
পরে ১৯ অক্টোবর দুপুরে ন্যাশনাল পার্কের পশ্চিম দিকের নান্দুয়াইন এলাকার ধানক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
তিনি জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তারা পূর্বে বিভিন্ন মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় পুলিশের সোর্স সাগরকে হত্যার পরিকল্পনা করেন।
১৬ অক্টোবর সন্ধ্যায় ভিমবাজার এলাকায় সাগরসহ আসামিরা এক সাথে চোলাইমদ পান করেন। রাত সোয়া ১১টার দিকে ইয়াবা দেওয়ার কথা বলে সাগরকে গহিন বনে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
পরে তারা মোটরসাইকেলে করে পলাতক আসামি আমিরুলের বাসায় দাওয়াত খেয়ে যার যার বাসায় চলে যান। আটক হওয়ার পূর্ব পর্যন্ত হত্যাকারীরা স্বাভাবিক জীবনযাপন করছিলেন।