সিলেটে পটকা খেয়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু

আলোকিত প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুরে জলজ প্রাণী পটকা খেয়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার দরবস্ত ইউনিয়নের মোহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন আবদুর রহিম (৬০), তার ছেলে সুলেমান হোসেন (২৫), লোকমান হোসেন (২২), প্রতিবেশী শিশু রাহিমা ও মনি।

দুই শিশুর মা হোসনা বেগমসহ আরও নয়জনকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আবদুর রহিম বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে গিয়ে পটকা শিকার করেন। পরে রহিমের ও হোসনার পরিবারের সদস্যরা তা রান্না করে খাওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে রহিম বাড়িতেই মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, পটকা কোন মাছ নয়। এটি জলজ প্রাণী। পটকার কানের কাছে গ্রন্থিতে বিষ থাকে।

আরও খবর