গাজীপুরে সম্মাননা পেলেন ৫ জয়িতা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা ও মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার রাজবাড়ি মাঠে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন, প্যানেল মেয়র হোসনেয়ারা সিদ্দিকী জুলি প্রমুখ।
জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কালীগঞ্জের বালিগাঁওয়ের নিরঞ্জন চন্দ্র দাসের স্ত্রী ইতি রানী দাস, শিক্ষা ও চাকরিতে শ্রীপুরের আশুলিয়া পাড়ার ইসমাইল হোসেনের মেয়ে সালমা আক্তার, সফল জননী কালীগঞ্জের বালিগাঁওয়ের মৃত ছিদ্দিকুর রহমানের স্ত্রী মিনারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে সফল কালিয়াকৈরের বলিয়াদীর শাহীন চৌধুরীর মেয়ে ঝুমুর আক্তার ও সমাজ উন্নয়নে কাপাসিয়ার পাবুরের সামসুজ্জামানের স্ত্রী কানিজ ফাতেমা।
এ ছাড়া অনুষ্ঠানে ৬১টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে ১৪ লাখ ৬৫ হাজার টাকা অনুদানের চেক দেওয়া হয়।