সেনা আদালতে সু চির ৪ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ১ ফেব্রুয়ারি সু চিকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতারের পর তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ ভঙ্গ ও উস্কানির অভিযোগ আনে সামরিক সরকার।

সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের গ্রেফতারের চার মাস পর গত জুনে বিচার কাজ শুরু হয়।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ ১১টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হলে সু চির ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

দেশটির রাজধানী নেপিডোর ওই বিশেষ সেনা আদালতে সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই।

আরও খবর