ভূতের পা পেছনে, বিএনপি ভূত হয়ে ক্ষমতায় আসে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ সামনের দিকে এগোয়। আর বিএনপি ক্ষমতায় এলে দেশ পেছনে যায়।
তিনি বলেন, বলা হয় না ভূতের পা পেছন দিকে। ওরা মনে হয় ভূত হয়ে ক্ষমতায় আসে। আমরা সেখান থেকে দেশকে ঘুরে দাঁড় করিয়েছি।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় ৩০তম সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বয়স এখন ৭৬। যে কোন সময় অক্কা পেতে পারি। কিন্তু আমাদের বাকি প্রজন্মকে কাজ করতে হবে। যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ মুছে ফেলতে না পারে।
করোনা মহামারি ও বন্যায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কিছু করার আগে ছাত্রলীগকে পাশে রাখতেন। আজকেও ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া হুমকি দিয়েছিলেন, আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। তারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমি বই, খাতা, কলম তুলে দিয়েছিলাম।