স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের ১২ জলদস্যুর আত্মসমর্পণ

আলোকিত প্রতিবেদক : পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের ১২ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

শনিবার দুপুরে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে এ আত্মসর্মপণ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব-৮।

এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারীরা হলেন নোয়া বাহিনীর প্রধান বাকি বিল্লাহ মিয়া, মনিরুল শেখ, মানজুর মোল্লা ওরফে রাঙ্গা, মুক্ত শেখ, তরিকুল শেখ, আকবর শেখ, কিবরিয়া মোড়ল, জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই, আল আমিন সিকদার, ইউনুচ শেখ ওরফে দুলাল ঠাকুর, মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত ও মোশারফ হোসেন।

তাদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপালের বিভিন্ন এলাকায়।

আরও খবর