গাজীপুরের কোনাবাড়ীতে নড়বড়ে টিনের স্কুলে শত ভাগ এ প্লাস

আলোকিত প্রতিবেদক : নড়বড়ে টিনের ঘর। টিন কেটে জানালা ও কক্ষে বেড়া। ঘরের চালাও ফুটো। কিছু অংশ ভাঙা। মেঝে কাঁচা থাকায় উড়ে ধুলো। কোন কোন কক্ষে দরজা-জানালাও নেই।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জয়েরটেক ১৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

সরেজমিনে দেখা যায়, এমন জর্জরিত ঘরে প্রায় ৪০০ কোমলমতি শিক্ষার্থীর পাঠদান চলছে। পাশে পুরনো একটি পাকা ভবন থাকলেও এর দেয়াল ও ছাদে ফাটল।

মূলত ভবনের অভাবেই ওই টিনের বেড়ার ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। প্রাকৃতিক বড় কোন আঘাত আসলে তা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

অভিভাবক মমিনুল ইসমাইল বলেন, ছেলে-মেয়ে নিয়ে আমরা চিন্তিত থাকি। কারণ পরিত্যক্ত ঘরে ক্লাস চলে।

শিক্ষকরা জানান, বিদ্যালয়টি ১৯৯৩ সালে স্থাপিত হয়েছে। ভাল ভবন না থাকায় শিক্ষার্থী কমে যাচ্ছে। গত পিএসসি পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে।

তারা জানান, বর্ষা মৌসুমে চালার ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও জামা ভিজে যায়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, বিদ্যালয়টির ছবি তুলে পাঠিয়েছি। আগামী বাজেটে নতুন ভবন নির্মাণের বরাদ্দ পাব বলে আশা করছি।

আরও খবর