তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

ডেস্ক নিউজ : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে।

তুরস্কে এ পর্যন্ত তিন হাজার ৪১৯ জন ও সিরিয়ায় এক হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, বাশার আল আসাদ নিয়ন্ত্রিত অঞ্চলে কমপক্ষে ৮১২ জন মারা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ৭৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওরহান তাতার জানান, অনুসন্ধান ও উদ্ধার কাজে ২৩ হাজার ৪০০ কর্মী যোগ দিয়েছেন। ১০টি প্রদেশে প্রায় আট হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও খবর