মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘অতঃপর মা হল পর’
অতঃপর মা হল পর
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
মা, তুমি শ্রেষ্ঠ অনুভূতি
পৃথিবীর দৃশ্যমান ভালবাসা
কীভাবে আসল তোমার কোলে
নির্দয় মনের সন্তান।
তোমায় আজি ভুলে
সে কোন পথে চলে
বেঁধে সংসার সখির ভালবাসায় পড়ে
মা, তোমায় ভুলে অশুর চরিত্র গড়ে।
আছে কে দেখার ব্যস্ত জনপথে
মা, কাঁদে রাস্তার ধারে পড়ে
অসহায়ত্ব আজি চেপে ধরেছে বাঁচিবার।
তোমায় ফেলে গেছে যে রাস্তার পাশে
সে হয়তো তোমার জন্ম দেওয়া সন্তান
নির্বাক পৃথিবী মা, যাকে তুমি জন্ম দিয়ে
অসহায় হতে সহায় করলে
সে তোমার অসময়ে গেল ফেলে।
যখন তুমি হুইলচেয়ারে বসে
চলতে পার না নিজ শক্তিতে
তখন তোমার সন্তান
করল পর নিজ হাতে
অতঃপর মা হল পর।