‘দুর্নীতি তরুণ সমাজের সম্ভাবনা নষ্ট করে দেয়’

কুবি প্রতিনিধি : তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো-এই প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ক্যাম্পেইনের আয়োজন করে টিআইবি।

তথ্য অধিকার আইন নিশ্চিত করতে আয়োজনে সহযোগিতা করে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট ও সচেতন নাগরিক কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, তরুণ সমাজের অপার সম্ভাবনা নষ্ট করে দেয় দুর্নীতি। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কাছে প্রথমে এটিকে ভাল মনে হলেও দিন দিন ধ্বংস করে দেয় নিজেকে এবং সমাজকে।

তিনি আরও বলেন, দুর্নীতিকে যারা নীতি মনে করেন, তারা টিকে থাকেন না। ক্যান্সারের মত সামাজিক ব্যাধি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভুগতে হবে।

সনাক সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি শামিমুল ইসলাম, প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।

আরও খবর