শেখ ফাহিমের কবিতা ‘বাংলার জন্ম’

বাংলার জন্ম

-সাইফুদ্দিন শেখ ফাহিম

কেউ বলে বসন্ত, কেউ বলে ফাল্গুন মাস

আমি বলি, রক্তরাঙা শিমুল-পলাশ

এটা স্বাধীনতার মাস।

কেউ বলে দক্ষিণা হাওয়ার তোড়জোড়

কেউ বলে বাসন্তী বাঁওর

আমি বলি, ৫২-তে বেজেছিল স্বাধীনতার সুর।

কেউ বলে শীত গেল গুটিয়ে, কেউ বলে শীত ছিল মিষ্টি

আমি বলি, শহীদদের জন্য বুকভরা শ্রদ্ধা-ভালোবাসার বৃষ্টি।

কেউ বলে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন-শোষণের নীতি

আমি বলি, ওটাই ছিল পাকিস্তানের সংস্কৃতি।

কেউ বলে ফাল্গুনে আগুনঝরা কৃষ্ণচূড়া গাছ

কেউ বলে মনোলোভা ফুলে সুবাসিত চারপাশ

আমি বলি, বাংলার জন্ম ৭ মার্চ।

আরও খবর