তনু হত্যাকান্ড : খুনিরা গ্রেফতার না হলে ২৫ এপ্রিল সারা দেশে হরতাল
আলোকিত প্রতিবেদক : সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সরকারকে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
২৪ এপ্রিলের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে ২৫ এপ্রিল সারা দেশে আধাবেলা হরতাল পালন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে পুলিশের বাধার মুখে সংগঠন দুটির সমন্বয়ক আশরাফুল আলম এ ঘোষণা দেন।
আশরাফুল আলম বলেন, তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থার জন্য আমরা সরকারকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় দিচ্ছি। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে ২৫ এপ্রিল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে আধাবেলা হরতাল পালিত হবে।
দেশের সব শ্রেণি-পেশার মানুষকে হরতাল সফলের আহ্বানও জানান তিনি।