কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া প্রতিরোধে সেমিনার

আবুল বাসার সাজ্জাদ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং থ্যালাসেমিয়া শনাক্তকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রক্তদান সংগঠন বন্ধুর আয়োজনে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃষ্ঠপোষকতায় ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনএম রবিউল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালক ড. মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া প্রমুখ।

জনসচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ফারজানা আক্তার নূর।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারে। সবার জানার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

আরও খবর