গাজীপুরে সন্ত্রাসীদের গ্রেফতারে ইসির চিঠি
জানালেন সচিব হেলালুদ্দীন
আলোকিত প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, গাজীপুর সিটি করোপরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিজিবি মোতায়েন থাকবে।
শনিবার দুপুরে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ আইজিপিকে অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে। কতটি কেন্দ্রে ব্যবহার করা হবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ।