কাপাসিয়ার পল্লী গাঁয়ে প্রকাশনা উৎসব

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় শাহ মুহাম্মদ আসাদুল্লাহর ‘মেঘ কন্যা ও অন্নদা কৃষ্ণা’ বইয়ের প্রকাশনা উৎসব ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উৎসবকে ব্যতিক্রম উদাহরণ হিসেবে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. শাকির সবুর ও ড. জমির হোসেন।

সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী কবি জসীম উদ্দীনের ছেলে খুরশীদ আনোয়ার জসীম উদ্দীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ প্রমুখ।

অধ্যাপক শাকির সবুর বলেন, বর্তমান প্রজন্ম মারাত্মক নেশা ইন্টারনেট-ফেসবুক নিয়ে মেতে উঠেছে। ইন্টারনেট-ফেসবুকে মনোযোগী না হয়ে বই পড়তে হবে।

খুরশীদ আনোয়ার বলেন, তাজউদ্দীন আহমদ আমার বাবার লেখা বই পড়তেন। আমার বাবা জোহরা তাজউদ্দীনকে নিয়ে কবিতা লিখেছেন। সেই কবিতা তার কবরের পাশে খোদাই করে লেখা আছে।

অধ্যাপক জমির হোসেন বলেন, সবাই ঢাকায় প্রকাশনা উৎসব করেন। পল্লী গ্রামে এ উৎসব দেখে আমি আনন্দিত।

এর আগে বেলাশী প্রগতি একাডেমি ও হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।

আরও খবর