শ্রীপুরে ফেসবুকে অপপ্রচার : ১৩ জনের বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পৌর এলাকা ভাংনাহাটির নূরুল ইসলামের ছেলে ও দৈনিক দেশেরপত্রের প্রতিনিধি শফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি আমলে নিয়ে পুলিশের তদন্ত সংস্থা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
আসামিরা হলেন হাবিবুর রহমান জুয়েল, মিনহাজ খান, ইসমাইল হোসেন সুজন, অপু সরকার, রাসেল আহমেদ, সাইফুল ইসলাম সাইফ, দেলোয়ার হোসেন শেখ, আলামিন, রুবেল দত্ত, মেহেদী জনি মন্ডল, শিপলু, হুসেইন মোহাম্মদ বাবু ও শারমিন সুলতানা মিতু।
আরজিতে বলা হয়, আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ সংক্রান্ত একটি পোস্ট ‘দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ নামক ফেসবুক আইডি থেকে ভাইরাল হলে শফিকুল ও আনোয়ার হোসেনকে সন্দেহ করা হয়।
পরে আসামিরা প্রথমে আনোয়ারকে মোবাইলে ডেকে নিয়ে থানা মোড়ের একটি সেলুনের ভেতর আটকান। খবর পেয়ে শফিকুল ঘটনাস্থলে যান।
সেখানে তাদেরকে মারধর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এক পর্যায়ে কান ধরে উঠবস করিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়।
আসামিরা নিজ নিজ আইডিতে শফিকুল ও আনোয়ারকে চাঁদাবাজ, ভুয়া সাংবাদিক, ইভটিজিং, ভন্ড ইত্যাদি মন্তব্য করেন। ফলে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।