ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আলোকিত প্রতিবেদক : হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে মহানবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হল ইফতারের সময় ও অন্যটি হল কেয়ামতের দিবসে প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়।

আরেক হাদিসে বর্ণিত আছে, রোজাদারের দোয়া আল্লাহর নিকট এতই আকর্ষণীয় যে আল্লাহ তায়ালা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশে ঘোষণা করেন, আমার রোজাদার বান্দাগণ যখন কোন দোয়া করবে, তখন তোমরা আমিন! আমিন! বলতে থাকবে।

মহানবী (সা.) বলেন, তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না। তা হল পিতা-মাতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া।

রাসুল (সা.) আরও বলেন, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে, যা ফিরিয়ে দেওয়া হয় না।

আরও খবর