সিন্ডিকেটের কারণে লোকসানের মুখে শ্রীপুরের পোলট্রি খামারিরা

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় ডিম ভেঙে মানববন্ধন করেছেন খামারিরা।

শনিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

এ সময় খামারিরা বলেন, বর্তমানে প্রতি পিস সাদা ও লাল ডিম উৎপাদনে ছয় টাকার ওপরে খরচ পড়ে। কিন্তু গত তিন মাস ধরে সাদা ডিম সাড়ে চার টাকা ও লাল ডিম পাঁচ টাকা করে বিক্রি করতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে তারা লোকসানের মুখে পড়েছেন।

শ্রীপুর পোলট্রি খামার সমিতির সভাপতি আবদুল মতিন বলেন, উপজেলায় বর্তমানে সাড়ে তিন হাজারের ওপরে ছোট-বড় খামার রয়েছে। গত কয়েক দিনের লোকসানে অনেক খামার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

শ্রীপুর এগ্রোভেট সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারের দ্রুত পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

মাসুদ পোলট্রির মালিক ফজলুল হক ফরাজী বলেন, ব্রয়লার ও লেয়ার বাচ্চার দাম যেখানে ৩০-৩২ টাকা হওয়ার কথা, সেখানে বহুজাতিক কোম্পানির কাছ থেকে প্রতিটি বাচ্চা ১০০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। ফলে প্রান্তিক খামারিরা তাদের সাথে টিকতে পারছেন না।

আরও খবর