গাজীপুরে ৪৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারী কারাগারে
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ৪৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত নয়টা থেকে ভোর তিনটা পর্যন্ত মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা এ মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠান।
অভিযানে র্যাব-১ ও পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।