করোনা : দেশে লক্ষাধিক পরীক্ষায় আক্রান্ত ১২ হাজার ছাড়াল
আলোকিত প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও ১৩০ জনসহ সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর বিষয়টি পরে জানানো হবে।