শহীদ তাজউদ্দীন মেডিকেলে করোনা ল্যাব উদ্বোধন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রবিবার মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পরীক্ষার এ ল্যাব উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি কমিশনার আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক খলিলুর রহমান প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, ল্যাবটিতে প্রতিদিন ২০০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।