শেখ ফাহিমের কবিতা ‘পাপের বাজার’

পাপের বাজার

-সাইফুদ্দিন শেখ ফাহিম

রোজ সকালে খুললে পত্রিকার পাতা

পড়তে হয় খুন, গুম আর ধর্ষণের কথা

দিই যদি উঁকি অনলাইনে

একই কথা সেই খানে।

এতো যে হয় গ্রেফতার

এতো যে বুলি ন্যায় বিচার

তবুও কেন থামছে না

অন্যায়, অত্যাচার ও অনাচার!

ব্যাংকের রিজার্ভে হাত দেয় ফিলিপস হ্যাকার

সমস্ত দোষটাই কী সরকারের একার

প্রতিটি অঘটনই কিছুদিন রয় মিডিয়ায়

সামাজিক যোগাযোগে চলে তোলপাড়।

নিত্য আলোচনায় মাতি কে হলো গ্রেফতার

কত মেয়াদ চাই কার সাজার

কিন্তু আমরা তো মাপি না

নিজেদের পাপের বাজার!

আরও খবর