পদ্মায় সুপার স্ট্রাকচার ছিল বিরাট চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর অগ্রগতি বিষয়ে বলেছেন, এ রকম খরস্রোতা নদীতে সুপার স্ট্রাকচার করা বিরাট চ্যালেঞ্জ। অনেকেই সন্দিহান ছিল। আল্লাহর রহমতে আমরা করেছি।

তিনি বলেন, ওবায়দুল কাদের স্প্যান বসানোর উদ্বোধনে দেরি করতে চেয়েছিল। আমি বলেছি, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। এক সেকেন্ডও দেরি করব না।

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকান সময় তিনটার দিকে ম্যাসেজ পেলাম, সুপার স্ট্রাকচার বসেছে। আমি ছবি চাইলাম। ছবি দেখে আমরা দুই বোন কেঁদেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে থাকুক। মানুষের আস্থা অর্জনের চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কিছু হয় না।

শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর