আশুলিয়ায় কৃষি উদ্যোক্তা রাজিয়ার এগিয়ে চলা

আলোকিত প্রতিবেদক : আদিকালে নারীর হাত ধরেই অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কাজের সূচনা।

বিবিএসের তথ্যমতে, সামগ্রিক কৃষি ব্যবস্থাপনায় গ্রামীণ নারীর অংশগ্রহণ বেড়েছে। পিছিয়ে নেই শহরের নারীরাও।

রাজিয়া সুলতানা ঢাকা শহরে বেড়ে ওঠা একজন কৃষি উদ্যোক্তা। সাভারের আশুলিয়াতে রয়েছে তার ১৮ বিঘার খামার।

খামারটিতে চাষ হচ্ছে বিদেশি সবজি ব্রুকলি, ক্যাপসিকাম, চেরি টমেটো, বিটরুট, রেড ক্যাবেজ ইত্যাদি।

এগুলোর সাথে রয়েছে ছাগলের খামার ও গরু মোটাতাজাকরণ প্রকল্প। খামারে বর্তমানে ছাগল ৪০টি।

অগ্রাধিকার ভিত্তিতে অনেক চাকরি থাকতে আপনি কৃষিকে কেন পেশা হিসেবে বেছে নিলেন-প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার ছোটবেলা থেকেই গাছ লাগানোর নেশা ছিল। বিভিন্ন টিভি অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হই।

রাজিয়া বলেন, একজন নগর কৃষক একজন মাঠ কৃষকে পরিণত হয়েছে। আগে কৃষকের সন্তান কৃষক হত। এখন শিক্ষিতরা এ পেশায় এসে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এই উদ্যোক্তার খামারে কিছু নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। তাকে দেখে বেকার তরুণ-তরুণীরাও উৎসাহিত হচ্ছে।

রাজিয়া বলেন, তিনি সবাইকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসলে দেশের অর্থনীতি আরও বেগবান হবে।

আরও খবর