আমেরিকার পরামর্শেই র্যাব সৃষ্টি, অস্ত্রশস্ত্রও তাদের দেওয়া : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার পরামর্শেই র্যাব সৃষ্টি হয়েছে। আমেরিকাই র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে।
তিনি বলেন, র্যাবের অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার এমনকি তাদের ডিজিটাল সিস্টেম, আইসিটি সিস্টেম-সবই আমেরিকার দেওয়া। এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া কি সন্ত্রাসীদের মদদ দেওয়া?
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে র্যাব হোক, পুলিশ হোক বা যে-ই হোক, কেউ যদি কোন অপরাধ করে, তার কিন্তু বিচার হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে পুলিশ ইচ্ছেমত গুলি করে মারলেও তাদের কিন্তু সহসা বিচার হয় না।
গুম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে এমনও আছে, মাকে লুকিয়ে রেখে আরেকজনকে শায়েস্তা করতেও মাকে খুন করেছে, গুম করেছে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারা খুঁজে খুঁজে এসব বের করেন।
আমেরিকার উদ্দেশে তিনি বলেন, ভিয়েতনামে ৩০ বছর যুদ্ধ করল, বাংলাদেশে পাকিস্তানিদের মদদ দিল। আমরা কিন্তু দেশ স্বাধীন করেছি, তাদের নিজেদের চিন্তা করা উচিত।