নেভাদা ও ফ্লোরিডায় হিলারি এগিয়ে
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে নেভাদা ও ফ্লোরিডা অঙ্গরাজ্য দখলে নিতে হবে।
এ কথা বুঝতে পেরে নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে বারবার এই দুই রাজ্যে এসেছেন হিলারি ক্লিনটন।
ভোটের আগাম হিসাব সঠিক হলে ট্রাম্প এই দুই রাজ্য হারাচ্ছেন।
এর সাথে ফিকে হচ্ছে তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন।
আর এই হার হয়তো তাকে মানতে হবে হিস্পানিক ভোটারদের কারণে।
যাদেরকে তিনি ধর্ষক ও মাদক ব্যবসায়ী বলে নিন্দা করেছিলেন।
পলিটিকোসহ একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
নেভাদায় কমপক্ষে ৭২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন হিলারি।