সিলেটে মাজারে গ্রেনেড হামলা : মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি বহাল

আলোকিত প্রতিবেদক : সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

ফাঁসির দন্ডপ্রাপ্ত অপর দুজন হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়।

এতে আনোয়ার চৌধুরী ও সিলেট জেলা প্রশাসকসহ ৭০ জন আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

আরও খবর