৪ সিনেমা হলে বোমা হামলার ট্র্যাজেডি দিবস আজ

শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ : ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার ট্র্যাজেডি দিবস আজ।

২০০২ সালের এই দিনে শহরের ছায়াবাণী, অজন্তা, পূরবী ও অলকা হলে জেএমবি সদস্যরা সিরিজ বোমা হামলা চালায়।

এতে শিশু ও নারীসহ ১৮ জন নিহত ও শতাধিক দর্শক আহত হয়।

আহতদের মধ্যে বেশির ভাগ পঙ্গু। তারা মানবেতর জীবন যাপন করছেন।

এদিকে এক যুগেও বিচার কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষুব্ধ আহত ও নিহতদের স্বজনরা।

প্রতি বছর ৭ ডিসেম্বর এলেই প্রিয়জন হারানোর শোকে কাতর হয়ে ওঠে হতাহতদের পরিবার-পরিজন।

চোখে ভেসে ওঠে বোমার আঘাতে ক্ষত-বিক্ষত হাত-পায়ের চিহ্ন আর রক্তে রঞ্জিত সিনেমা হল ও হাসপাতালের আঙ্গিনা।

সরকারি-বেসরকারিভাবে অনেকে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও আজও বাস্তবায়িত হয়নি।

ওই ঘটনায় করা মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, রয়টার্সের সাবেক সাংবাদিক এনামুল হক চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসির মামুনসহ ৪৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ময়মনসিংহ আদালতের পিপি ওয়াজেদুল ইসলাম জানান, সিনেমা হলে বোমা হামলার মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আরও খবর