আইজির সেলে পুলিশের বিরুদ্ধে দিনে অভিযোগ অর্ধশত
আলোকিত প্রতিবেদক : সারা দেশ থেকে প্রতিদিন অন্তত অর্ধশত অভিযোগ জমা পড়ছে আইজিপির কমপ্লেইন সেলে।
অভিযোগের মধ্যে রয়েছে থানায় মামলা না নেওয়া, মামলা হলেও আসামি গ্রেফতার না করা, আসামি পক্ষের কাছ থেকে সুবিধা গ্রহণ ইত্যাদি।
তবে অভিযোগকারীদের বেশির ভাগই পুলিশের বিরুদ্ধে হয়রানির মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ করছেন।
এ ছাড়া সাইবার অপরাধের শিকার হয়ে প্রতিকার না পেয়ে নারীরা অভিযোগ করছেন এই বিশেষ সেলে।
গত ১৪ নভেম্বর পুলিশ সদর দপ্তরে একজন ডিআইজির তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা অভিযোগ নেওয়ার সেলটি চালু করা হয়।
পুলিশের যে কোন অনৈতিক কর্মকাণ্ডের শিকার যে কেউ মোবাইল, ই-মেইল, ডাক বা কুরিয়ার ও সরাসরি অভিযোগ দিতে পারছেন।
ডিআইজি আবদুল আলীম মাহমুদ জানান, তারা অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন। পাশাপাশি তা অভিযোগকারীকে জানিয়ে দেওয়া হয়।
সেলের মোবাইল নম্বর ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ ও ই-মেইল complain@police.gov.bd।