তুরাগ তীরে লাখো মুসল্লি
নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ান ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমাস্থল।
এবার ইজতেমায় দুই পর্বে ৩২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
বাকি ৩২ জেলার মুসল্লিরা আগামী বছর অংশ নেবেন।
বিশ্ব ইজতেমার মুরব্বি মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
রবিবার জোহরের নামাজের পর প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি।
ইতিমধ্যে ইজতেমায় সমবেত হয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।
তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা। রয়েছে ওয়াচ টাওয়ার।