৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরাঞ্চলে
আলোকিত প্রতিবেদক : গত ৫০ বছরের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও ডিমলায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ তারতম্যের এ বিষয়টি সাংবাদিকদের জানান।