মার্কিন ঘাঁটিতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
ডেস্ক নিউজ : ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে দুই দফায় এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির খবরে বলা হয়, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন সেনারা আল-আসাদ ও ইরবিল নামের বিমান ঘাঁটিতে অবস্থান করছিলেন। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বিবৃতিতে বলেছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক টুইট বার্তায় উল্লেখ করেছে, যদি যুক্তরাষ্ট্র ফের হামলা চালায়, তবে আরও কঠোর প্রত্যাঘাত করা হবে।
ইরান আরও জানিয়েছে, যেসব অঞ্চল থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে, সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।