নারায়ণগঞ্জে ৭ খুন : নূর হোসেন ও তারেকসহ ৩৫ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের দুটি মামলায় চার্জ গঠন করেছেন আদালত।
এর মধ্য দিয়ে ৩৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃত প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত সাবেক অধিনায়ক তারেক সাঈদ, কমান্ডার আরিফ হোসেন ও মেজর এম এম রানাসহ ২৩ জনকে হাজির করা হয়।
বাকি ১২ জন আসামি পলাতক থাকলেও তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, ২৫ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে।