সরকারি প্রক্রিয়ায় ৩ বছরে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে জি-টু-জি অর্থাৎ সরকার থেকে সরকার প্রক্রিয়ায় তিন বছরে ১৫ লাখ নারী-পুরুষ শ্রমিক নেবে মালয়েশিয়া।
এতে মাথাপিছু খরচ পড়বে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা।
নিয়োগদাতা প্রতিষ্ঠান ওই টাকা বহন করবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা খসড়া অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দুই দেশ সমঝোতা স্মারকে সই করার পর জনশক্তি রপ্তানি শুরু হবে।