শ্রীপুরে দেড় লাখ শিশুকে হাম রুবেলা টিকাদানের প্রস্তুতি

সাদেক মিয়া, শ্রীপুর : হাম রুবেলা রোগ থেকে আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে গাজীপুরের শ্রীপুরে ক্যাম্পেইন শুরু হয়েছে।

চলতি মাসের ১৮ তারিখ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনয় ভূষণ দাস এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ বছরের কম বয়সী শিশুদের দুটি টিকা দেওয়া হবে। পরবর্তীতে ১১ এপ্রিল পর্যন্ত সকল টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সাধারণত গর্ভে থাকাকালীন ও গর্ভ পরবর্তী শিশুরা রুবেলায় আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতাসহ কয়েকটি রোগ প্রতিরোধে এ টিকা কার্যকর ভূমিকা রাখবে।

মেডিকেল টেকনোলজিস্ট মাজেদুল ইসলাম সোহাগ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলার ২১৬টি ইপিআই কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে দেড় লাখ শিশুকে হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডা. আতিকুর রহমান বলেন, কোন অসুস্থ শিশুকে টিকা দেওয়া হবে না। চার সপ্তাহ আগে জ্বর হয়েছিল, এমন শিশুকেও টিকাদানে বিরত রাখা হবে।

আরও খবর