রাজপথে সক্রিয় নেওয়াজ আলীকে যুবদলের সাধারণ সম্পাদক করার দাবি
আলোকিত প্রতিবেদক : বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীকে নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পেতে চান নেতা-কর্মীরা।
এ জন্য তারা বৃহস্পতিবার মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
পরে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে বৈঠক করেন।
এতে হামলা-মামলার পরও সরকার বিরোধী আন্দোলনে নেওয়াজ আলীর ভূমিকা তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করার স্বার্থে তাকে সাধারণ সম্পাদক করার দাবি জানানো হয়।
মির্জা ফখরুল ও রিজভী তাদের দাবির বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবহিত করবেন বলে আশ্বাস দেন।