টঙ্গীতে শ্বাসকষ্টে কিশোরের মৃত্যু, স্থানীয়দের লকডাউন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে।
টঙ্গীর আউচপাড়া এলাকার ওই ভাড়াটিয়া মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যায়।
কিশোরের পরিবার জানায়, সে একটি ওয়ার্কশপে কাজ করত। দুই সপ্তাহ আগে হালকা জ্বর হলে ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়।
পরে জ্বর বাড়ার সাথে দেখা দেয় শ্বাসকষ্ট। গত ২ এপ্রিল কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক তার রক্ত পরীক্ষা করে ওষুধ দিলেও সুস্থ হয়নি।
এ অবস্থায় তাকে সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার পরামর্শে আবারও কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে বুধবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়তি সতর্কতা হিসেবে ওই বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করেন স্থানীয়রা।
ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা বলেন, পরিবারের সবাইকে ঘরে থাকতে বলেছি। আমাদের এলাকায় লোকজনের চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি শুনেছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলাচল আরও সীমিত করেছি।