গণপূর্তমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত চলবে

আলোকিত প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ২০০৮ সালে হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি বাতিল করেন। পরে দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন চট্টগ্রামে কার পার্কিংয়ের জন্য বরাদ্দকৃত একটি জায়গা তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করেন। এক বিঘা ৪৪ শতাংশ আয়তনের ওই জমির মূল্য ধরা হয় এক কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। পরে মন্ত্রীর অনুমোদন নিয়ে মেসার্স সানমার হোটেল লিমিটেডের নামে জমির ইজারা রেজিস্ট্রি করা হয়। এ ক্ষেত্রে দলিলে উল্লেখ করা মূল্যের চেয়ে সানমার হোটেলের কাছ থেকে দুই কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা বেশি আদায় করা হয়।

আরও খবর