দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০৯
আলোকিত প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
এ ছাড়া নতুন করে আরও ৭০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী।