গাজীপুরে বনভূমি দখল প্রতিরোধ, গ্রেফতার ২

সাইফুল ইসলাম : গাজীপুরে মূল্যবান বনভূমি দখল প্রতিরোধ করেছে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট অফিস।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদারের নির্দেশনায় বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন শুক্রবার অভিযান চালান।

তিনি আলোকিত নিউজকে জানান, সিংড়াতলী এলাকার আরএস ৩২৭ নং দাগের পাঁচ শতাংশ বনভূমি দখল করে একটি ঘর নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এ সময় আবু সাইদ (৪৫) ও সোহাগ মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বনপ্রহরী ওয়াহিদুজ্জামান, আমিনুল, শাহজাহান, মোরসালিন ও মিজান।

আরও খবর